স্মার্টফোনের ডিসপ্লে তৈরিতে সিদ্ধহস্ত দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং। প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে ডিসপ্লের নতুন নতুন সব প্যানেল তৈরির।
এবার স্যামসাংয়ের কাছ থেকে ফোল্ডেবল স্মার্টফোনের ডিসপ্লে প্যানেল কিনতে চায় চীনের কোম্পানি হুয়াওয়ে ও শাওমি।হুয়াওয়ে বাজারে এনেছে মেট এক্স নামের ফোল্ডেবল ফোন, যার ডিসপ্লে প্যানেল তৈরি করেছে চীনেরই প্রতিষ্ঠান বিওই।
আর শাওমির মি মিক্স আলফার প্যানেল তৈরি করেছে সে দেশেরই আরেক প্রতিষ্ঠান ভিশনক্স।শাওমি সম্প্রতি একটি সাইডবারসহ পুল-আউট ফোনের পেটেন্ট করেছে। নতুন ফোনে তারা স্যামসাংয়ের তৈরি করা ডিসপ্লে প্যানেল দিতে চায়।ফোনটির সঙ্গে মি মিক্স আলফার মিল থাকছে।
শাওমি চাইছে চলতি বছরের শেষ নাগাদ ফোল্ডেবল ফোনটি বাজারে ছাড়তে।অন্যদিকে হুয়াওয়ে আরেকটি ফোল্ডেবল আনতে যাচ্ছে। নাম হতে পারে মেট এক্স২।হুয়াওয়ে তাদের দ্বিতীয় ফোল্ডেবলটি আগামী সেপ্টেম্বরের মধ্যেই বাজারে আসতে পারে।ফোনটিতে থাকতে পারে হুয়াওয়ের নিজস্ব কিরিন ১০০০ প্রসেসর।
আর এটি সম্পর্কে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হতে যাওয়া কনজুম্যার ইলেক্ট্রনিক শো বা সিইএসে বিস্তারিত জানানো হবে।
